কিশোরগঞ্জে যুবদলের উদ্যোগে নরসুন্দা নদী পরিস্কার অভিযান
আব্দুর রউফ ভূঁইয়া , কিশোরগঞ্জ প্রতিনিধি :নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে কিশোরগঞ্জে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা যুবদল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের বড়বাজার ব্রিজ এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এসময় জেলা শহরের বড় বাজার সংলগ্ন ব্রিজের মুখে নরসুন্দা নদীর দুই তীরে জমে থাকা প্লাস্টিক, বোতলসহ নানা ধরনের বর্জ্য অপসারণ করা হয়।
উক্ত কার্যক্রম পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহসভাপতি মুস্তাক আহমেদ শাহীনসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দরা।
আয়োজকরা জানান, তারেক রহমানের নির্দেশে নরসুন্দা নদীর বড়বাজার ব্রিজ এলাকায় পানিপ্রবাহ সচল রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। তারা আরও বলেন, নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি হাতে নেয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নদী পরিস্কার কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশ রক্ষা এবং সুস্থ নগর গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































