# Tags

জনগনের ভাগ্য পরিবর্তনে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কর্নেল আজাদ

হাফিজুর রহমান.টাঙ্গাইল প্রতিনিধি: দেশ ও দেশের মানুষকে উন্নত করতে চাইলে জনগণের জনকল্যাণমুখী নানা কাজ করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) রাতে ধনবাড়ী পৌরসভা এলাকার ৭ নং ওয়ার্ড মৌলভী বাজার, মধুপুরের আউশনারা সহ বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১,মধুপুর-ধনবাড়ী আসনে সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদের পক্ষে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে এসব কথা বলেন।

তারা আরোও বলেন, কর্নেল আজাদ মধুপুর-ধনবাড়ী এলাকায় টেকনিক্যাল কলেজ নির্মাণ করে তরুণ ছেলে মেয়েদের কে হাতে কলমে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার পদক্ষেপ নিয়েছেন। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।

সভায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মো. মোজাম্মেল হোসেন, ধনবাড়ীর যদুনাথপুর ইউপি’র সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, বিএনি নেতা আ: গফুর গান, সেলিম হোসেন ও তারা মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

এসময় ধনবাড়ী-মধুপুরের বিএনপি নেতা কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

জনগনের ভাগ্য পরিবর্তনে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কর্নেল আজাদ

বিদেশে যাচ্ছেনা পান,দাম না পেয়ে হতাশ চাষীরা

জনগনের ভাগ্য পরিবর্তনে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কর্নেল আজাদ

চকরিয়ায় তিন বছরের সাজা এড়াতে ৩১ বছর