তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক কুরুচিপূর্ণ কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে ১৬ জুলাই (বুধবার) বিকালে সাবেক সাংসদ ইঞ্জিঃ মঞ্জুরুল আহসান মুন্সী’র বাসভবন থেকে দেবিদ্বার সদরে বিভিন্ন সড়কে পদক্ষিন হয়ে উক্ত বিক্ষোভ মিছিল রুবেল চত্বরে সমাপ্ত হয়।
বিএনপির নেতাকর্মীরা দলে দলে যোগ দেন এ কর্মসূচিতে। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উঃ জেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী দিনের নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মন্তব্য করেন – কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী । তিনি বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বি হয়ে একটি গোষ্ঠী ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামীদিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো।
কুমিল্লা উঃ জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম বলেন, বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে একজন দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত।
উপজেলা বিএনপির( প্রস্তাবি) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে।
নেতা আরো বলেন, মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা বিএনপির সহ সভাপতি প্রফেসার সুলতান কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাহাজ উদ্দিন (সাজু), প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরকার, দেবিদ্বার পৌর বিএনপির সভাপতি (প্রস্তাবিত) মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) মো: হারুন মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন রুহুলসহ দেবিদ্বার উপজেলাও পৌর বিএনপির অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































