# Tags

বান্দরবান পার্বত্য জেলায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-বান্দরবান পার্বত্য জেলা স্টেডিয়ামে শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাব জোন কমান্ডার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মেজর ইয়াসিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন লেঃকর্ণেল এস এম মাহামুদুল হাসান, জোন কমান্ডার ও লেঃ কর্ণেল মোঃ হুমায়ুন রশিদ,নবাগত জোন কমান্ডার,বান্দরবান সদর জোন। শহীদুল্লাহ্ কাউছার, এসপি,বান্দরবানসহ অন্যান্য কর্মকর্তা, সাবেক ক্রীড়াবিদ, ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠকবৃন্দ।
উদ্বোধনী খেলায় রোয়াংছড়ি বনাম রুমা উপজেলা দল গোল শুন্য ড্র করে। সকালে অপর খেলায় ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজ দলকে ৩-০ ব্যবধানে পরাজিত করে লামা উপজেলা দল।
আগামী ২৭ সেপ্টেম্বর চুড়ান্ত খেলার মধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। #

বান্দরবান পার্বত্য জেলায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন

ভোলাহাটে ‘৭১র রণাঙ্গনের যোদ্ধা মদিন মাঝি চলে