# Tags

কুলিয়ারচরে সমাজসেবা কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে “প্রবীণ জনগোষ্ঠীর এবং বিধবা ও স্বামী নিগৃহীতাদের সুরক্ষায় সমাজসেবা কার্যক্রম” শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা সভা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান।
এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মাহবুবা সিদ্দিকী’র সভাপতিত্বে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজসেবা একাডেমী ঢাকা এর অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল্লাহ ও নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নঈম জাহাঙ্গীর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও মো. নাঈমুজ্জামান নাঈম, প্রবীণ নারী, বিধবা ও স্বামী নিগৃহীতাসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

কুলিয়ারচরে সমাজসেবা কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা