লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা
বেলাল আহমদ,বান্দরবান প্রতিনিধি -বান্দরবানের লামায় বর্গা নিয়ে চাষ করা জমির শতাধিক লাউ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার ২০ সেপ্টেম্বর দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি গ্রামে এই ঘটে। বৃদ্ধ কৃষক আগের দিন সন্ধ্যায় লাউ চাখেন জমি দেখেই ফিরেছিলেন ঘরে। কিন্তু সকালে এমন অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়েছেন।
জানাযায় বৃদ্ধ কৃষক মোঃ বাদশা বয়স ৭০ বছর লামার রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড টিয়ারঝিরি গ্রামে জমি বর্গা নিয়ে ২০ শতক জমিতে লাউ চাষ করেন। ইতিমধ্যে গাছে লাউ ধরেছে। আজকালের মধ্যে লাউ তোলার কথা। ১০২টি লাউ গাছ লাগিয়েছিলেন।কৃষক মোঃ বাদশা টিয়ারঝিরি গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে।
কে বা কারা যেন গতরাতে ১০২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে। সকালে ক্ষেতের এমন দৃশ্য দেখে হাউমাউ করে কাঁদেন কৃষক বাদশা। যেই এই দৃশ্য দেখেছেন, সবাই মর্মাহত হয়েছেন।
কৃষক মোঃ বাদশা বলেন, আমি বর্গা চাষী। আমার সাথে কারো শত্রুতা নেই। কে এমন কাজ করেছে আমি জানিনা। প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে আমার। ফলনশীল ফসল কেটে ফেলার এই দৃশ্য তাকে কাঁদিয়েছে।
এ বিষয়ে লামা উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো. আশরাফুজ্জামন সোহেল বলেন, রুপসীপাড়ায় জমির লাউ গাছ উপড়ে ফেলার ব্যাপারটি আমি জেনেছি।উপ-সহকারী কৃষি অফিসারকে পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি কিভাবে ঐ কৃষকে সাহায্য করা যায় আমরা দেখবো।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লাউগাছ উপড়ে ফেলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































