# Tags

জেলায় শ্রেষ্ঠ হলেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

মার্চ ২০২৫ মাসে পুলিশ হেড কোয়ার্টারসের অভিন্ন মানদন্ডের আলোকে গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিস্পত্তি, সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

বৃহস্পতিবার মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা’র সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক কল্যান সভায় মার্চ ২০২৫ মাসের পারফরমেন্স মূল্যায়নে ওসি আমিনুল ইসলামের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধতন পুলিশ কর্মকর্তাসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।