দৌলতপুরে বৈশাখের প্রথম দিনে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বৈশাখ উপলক্ষে কল্যাণের জন্য চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার আল্লার দর্গা শ্রী শ্রী শিব-দুর্গা সার্বজনীন মন্দিরের আয়োজনে এ চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পূজা শুরু করে বৈশাখের প্রথম দু-তিন দিনব্যাপী চড়ক পূজার উৎসব চলে। ধারণা করা হয় এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ।
এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর দৌলতপুর উপজেলার আহ্বায়ক শ্রী নবকুমার দেবনাথ বাবু, অনুক কুমার সরকার, লক্ষন কুমার রায়, প্রান্থ সরকার (বড়), গৌতম সরকার সহ স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা।
চড়ক পূজা সম্পর্কে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর দৌলতপুর উপজেলার আহ্বায়ক শ্রী নবকুমার দেবনাথ বাবু বলেন, সারা বছর সুখ-শান্তি ও দেবের দেব মহাদেবের সন্তুষ্ট ও আশীর্বাদের আশায় এ বছর শ্রী শ্রী শিব দুর্গা সার্বজনীন মাতৃ মন্দিরের সকল ভক্তবৃন্দরা প্রতিবছরের ন্যায় এ বছরেও এ পূজার আয়োজন করেছে।