নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা আটক

নাটোর প্রতিনিধি-নাটোরে বাগাতিপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎবাবা আমির হোসেনকে আটক করেছে বাগাতিপাড়া থানা পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দয়ারামপুর ভাটকুজা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আমির হোসেন (৩৯) নাটোর সদর থানা এলাকার জংলী কুমিল্লাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলী তালুকদারের ছেলে। বৈবাহিক সূত্রে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ভাটকুজা এলাকায় অভিযুক্ত আমির হোসেন, স্ত্রী ও তার মেয়ে বসবাস করতো। অভিযুক্ত সৎবাবা ওই মেয়েকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করত। এই বিষয়টি ওই মেয়ে তার মাকে জানালে এমন কাজ করতে মানা নিষেধ করে। কিন্তু বিবাদী সেই বিষয়ে কর্নপাত না করে মেয়েকে কু-প্রস্তাব সহ বিরক্ত করতে থাকে।
এমতাবস্থায় বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা অনুমান ৭ টার দিকে ভুক্তভোগী মেয়ে বাড়ির ২য় তলায় নিজ শয়ন কক্ষে শুয়ে থাকাকালীন সময় তার মা বাড়ির নিচ তলায় থাকার সুযোগে অভিযুক্ত আমির হোসেন দ্বিতীয় তলায় শয়ন কক্ষে প্রবেশ করে ভুক্তভোগী মেয়েটিকে যৌন নীপিড়ন এবং ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ভিক্টিমের চিৎকার করতে থাকলে স্থানীয় আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে সৎবাবাকে ঘটনাস্থলে আটকে রাখে।
পরবর্তীতে বাগাতিপাড়া থানা পুলিশকে জানানো হলে বাগাতিপাড়া থানা পুলিশ অভিযুক্তকে আটক করে।
এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মা মুঠোফোনে জানান, সৎবাবা কর্তৃক ধর্ষণ চেষ্টার ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক রাখা হয়েছে। এমন খবর পেয়ে ঘটনা স্থল থেকে অভিযুক্ত আমির হোসেনকে আটক করে থানায় আনা হয়। এঘটনায় ভিকটিমের মায়ের দায়েরকৃত মামলায় আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমকে ৪৪ ধারা জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।