চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এতে মহানন্দা সেতুর উভয় পার্শ্বে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
এসময় শিক্ষার্থীরা ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ কোটা বাতিল, ডিপ্লোমা প্রকৌশল কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, কারিগরি শিক্ষা সংস্কার করে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ বন্ধ, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে আধুনিক কারিকুলাম চালু করাসহ ছয় দফা দাবি তোলেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী কাওসার আলী বলেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। আজ আমরা রাস্তা অবরোধ করেছিলাম। জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের দাবি আদায় না হলে আগামীতে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। বর্তমানে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































