# Tags

পলাশবাড়ীতে প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে ৪ নভেম্বর মঙ্গলবার জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার অপারেশনের সময় অ্যানেসথেসিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগে এক প্রসূতির মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, অপারেশনের সময় দায়িত্বপ্রাপ্ত অ্যানেসথেসিয়া চিকিৎসক উপস্থিত না থাকায় ক্লিনিকের মালিক গাইনি চিকিৎসক দ্বারায় রোগীকে অ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। এতে ডোজের তারতম্য ঘটায় রোগীর অবস্থা দ্রুত অবনতি হয়।

অবস্থার অবনতি হলে প্রসূতিকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়, তবে সেখানে পৌঁছানোর পর তিনি মারা যান। মৃত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর ক্লিনিকের মালিক তাওহিদ রহমান ক্লিনিকে তালা মেরে গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, তাওহিদ রহমানের মালিকানাধীন জনসেবা ক্লিনিক ছাড়াও আরো দুটি প্রতিষ্ঠান নিউ লাইফ ক্লিনিক এবং নিউ লাইফ ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তাঁরা দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।