ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়-০১ আসনের বিএনপির যৌথসভা
পঞ্চগড় প্রতিনিধি-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-০১ (তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী) আসনের প্রতিটি ওয়ার্ডে বিএনপি যৌথসভা শেষ হয়েছে। এই আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সার্বিক তত্ত্বাবধানে তিন উপজেলার ২৩ ইউনিয়নের ২০৭টি ওয়ার্ডের যৌথসভায় কাজ শেষ করেছেন জেলা বিএনপির ১৮টি টিম।
ইতোমধ্যে আটোয়ারী ও সদর উপজেলার ১৬ ইউনিয়নের ১৪৪টি ওয়ার্ডে যৌথসভা শেষ হয়েছে। শেষ পর্যায়ে শনিবার দিনব্যাপী তেঁতুলিয়া উপজেলার ৭ ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে যৌথসভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বুড়াবুড়ি ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, তিরনইহাট ইউনিয়নে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, দেবগনগর ইউনিয়নে যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বাংলাবান্ধা ইউনিয়নে শাহজাহান খান, শালবাহান ইউনিয়নে আক্তারুজ্জামান শাহজাহান নেতৃত্ব দেন।
যৌথসভায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান, বিএনপি ঘোষিত ৩১ দফার ব্যাপার প্রচার, বিএনপি ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মসূচি, পঞ্চগড়-০১ আসনে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এমপি নির্বাচিত হলে এলাকা ভিত্তিক কি কি উন্নয়ন করা হবে তা নিয়ে জনগন কে অবহিত করা এবং কোন এলাকায় কি কি সমস্যা আছে তা নিরুপন করা। উপরোক্ত কর্মসূচিগুলো নিয়ে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনসহ জনগনকে সম্পৃক্ত করে ধানের শীষ প্রার্থী তথা ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে নির্বাচিত নিশ্চিত করা এবং বিএনপি ও সকল অঙ্গ সংগঠন নিয়ে এলাকা ভিত্তিক জনসেবা মুলক কাজে অংশ গ্রহণ নিশ্চিত করা।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ বলেন, অন্তর্বতি সরকারের রোডম্যাপ অনুয়ায়ী আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ভোটারদের দোরগোড়ায় পৌছানোর চেষ্টা করছি। এরই অংশ হিসেবে আমরা পঞ্চগড়-০১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশনায় তিন উপজেলার ২৩টি ইউনিয়নের ২০৭টি ওয়ার্ডে যৌথসভা করেছি। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নিজেরাই যৌথসভার আয়োজন করছেন। ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হবেন। #













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































