চকরিয়ায় সাবেক এমপি জাফর আলমের ফের তিনদিনের রিমান্ড
মো. সাইফুল ইসলাম খোকন ,চকরিয়া (কক্সবাজার)
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে বুধবার ২ জুলাই সকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এসময়
বিচারক আনোয়ারুল কবির রিমান্ড আবেদন শুনানি শেষে আরও একটি মামলায় তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, গত ১৮ জুন আদালত চকরিয়া থানার পাঁচ ও পেকুয়া থানার ২ মামলায় আসামি সাবেক এমপি জাফর আলমকে ১৮ দিনের রিমান্ড দেন। তাঁর মধ্যে চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার সকালে জাফর আলমকে আদালতে হাজির করা হয়।
এ সময় পেকুয়া থানার আরও একটি মামলায় তদন্ত কর্মকর্তা কতৃক রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন করে জাফর আলমকে আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, এর আগেও পেকুয়া থানার আগের দুই মামলা ও নতুন একটি মামলায় জাফর আলমকে মোট সাত দিনের রিমান্ডের বুধবার সকালে আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়োজিত রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) এডভোকেট গোলাম সরওয়ার বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ধানের শীষের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এরপর সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে রাখার ঘটনা ঘটে।
এ ঘটনায় জাফর আলমের বিরুদ্ধে করা মামলায় তদন্তকারী কর্মকর্তা বুধবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সাবেক এমপি জাফর আলমকে সাত দিনের রিমান্ডের জন্য আদালত থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পেকুয়া থানায় আনা হয়েছে। ###













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































