পলাশবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ জন্ম নিবন্ধনের অভিযোগ প্রমানিত,কারণ দর্শানোর নোটিশ
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ থেকে অর্থের বিনিময়ে অবৈধভাবে জন্ম নিবন্ধন ইস্যুর ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে ইউনিয়নটির জন্ম ও মৃত্যু নিবন্ধন ইউজার আইডি (BDRIS) সিস্টেম থেকে অবমুক্ত (Release) করার নির্দেশ দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ।
তদন্ত প্রতিবেদনে জানা যায়, ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা এবং নিবন্ধন সহকারী ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলী মিয়া তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অবৈধভাবে একাধিক জন্ম নিবন্ধন ইস্যু করেন। মিথ্যা তথ্য আপলোডের মাধ্যমে এসব সনদ প্রস্তুত ও প্রদান করা হয়, যা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) হিসেবে ঘোষিত BDRIS সিস্টেমের তথ্যের নির্ভরযোগ্যতা ক্ষুণ্ণ করেছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ২১(১) ও ২১(৩) ধারায় এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি জাল ও মিথ্যা তথ্যের ভিত্তিতে জন্ম নিবন্ধন প্রস্তুত করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (গ) ধারায় চেয়ারম্যান পদ থেকে অপসারণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
এ পরিস্থিতিতে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। যার স্বারক নং ০৫,৫৫,৩২০০,০০০,০৭০,১১,০০৪,২৩-৭০০ তারিখ ২৪ সেপ্টেম্বর/২৫ । নোটিশে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগে অপসারণের সুপারিশ পাঠানো হবে না— তা ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে সংশ্লিষ্ট চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা তার লিখিত ব্যাখ্যা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দাখিল করেছেন।
অপরদিকে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এক চিঠিতে অবৈধ উপায়ে মিথ্যা তথ্য আপলোড এর মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ প্রদান এর সাথে জরিত হরিনাথপুর ইউনিয়ন ও বেতকাপা ইউনিয়ন চেয়ারম্যান যথাক্রমে জাহাঙ্গীর আলম ও মোস্তাফিজুর রহমান মোস্তা এর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৮(১)( ক)ও১৯(১)( গ) তৎসহজন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর২১(১) ও(৩) ধারা অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের ব্যবস্হা গ্রহনের জন্য পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশক্রমে অনুরোধ করেছেন। যার স্বারক নং ০৫,৫৫,৩২০০,০০০,০৭০,১১,০০৪,২৩-৭০২। তারিখ ২৪/০৯/২০২৫ ।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































