# Tags

হাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে মানহানিকর ভয়েস ম্যাসেজ: তদন্ত কমিটি গঠন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর উপাচার্য প্রফেসর ড. এনামুল্ল্যাহ’র বিরুদ্ধে মানহানিকর ভয়েস ম্যাসেজ ছড়ানোর অভিযোগ উঠেছে। গত শনিবার ২১সেপ্টেম্বর সকাল ১১ টায় (দুদক) দিনাজপুর ভয়েস মেসেজ বিষয়ে তদন্ত করতে হাবিপ্রবিতে অভিযান চালান।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে এবং তথ্য উদঘাটনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
১৮-০৯-২০২৫ তারিখে (হাবিপ্রবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, গত ১১-৯-২০২৫ বৃহস্পতিবার উপাচার্যের একান্ত সচিব মহিউদ্দীন আহাম্মদ কর্মস্থলে অবস্থানকালে সকাল ১১.১৮ মিনিটে তার ব্যক্তিগত মোবাইল (নম্বর ০১৭১২-৭৮৭৫৭৮)-এর হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর (নম্বর ০১৭১৬-০৬৩১৮২) থেকে ৩টি ভয়েস ম্যাসেজ পান। ম্যাসেজগুলো শোনার পর তিনি দেখতে পান যে সেখানে উপাচার্যকে উদ্দেশ্য করে বিভিন্ন মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি উপাচার্যকে অবহিত করেন।
ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে এবং উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার্থে তাৎক্ষণিকভাবে একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যারা রয়েছেন : কৃষিতত্ত্ব বিভাগ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার ড. মো. কবির, ফসল সারি শারিতত্ত্ব ও পরিবেশ বিভাগ ও পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখা প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, ফসল শারিতত্ত্ব ও পরিবেশ বিভাগ ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসান, ডেপুটি রেজিস্ট্রার কাউন্সিল শাখা মো. মোখলেছুর রহমান ছালাফী। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার পেছনের সত্যতা খুঁজে বের করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।