# Tags

কুমিল্লায় এইচ.এস.সি  পরীক্ষার্থীদের মাঝে পানি,খাবার স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে, চলমান এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে, বরুড়া উপজেলা ও পৌরসভা ছাত্রদল এবং বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে।

২৬ জুন  বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে পানি খাবার স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। বরুড়া পৌরসভা ছাত্রদলের সভাপতি মোঃ তৌকির আলম পাবেল, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হায়দার, প্রচার সম্পাদক মোঃ রায়হান গাজী, সাবেক বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবলু, কলেজ শাখার ছাত্রদল সভাপতি মোঃ শাফিন আহমেদ, কলেজ শাখার সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ মোতালেব হোসেন রবিন,পৌরসভা ছাত্রদলের সদস্য মঃ সোহেল রানা, ২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ বোরহান উদ্দিন ইসরাফিল, কলেজ শাখার ছাত্রনেতা মোহাম্মদ রিয়াদ,

বরুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ও বরুড়া পৌরসভার ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রায়হান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রদল নেতারা বলেন “আমরা চাই শিক্ষার্থীরা সুষ্ঠু ও সফলভাবে যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান , ছাত্রনেতার আরো বলেন এইচএসসি পরীক্ষা চলমান অবস্থায় আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তার পাশাপাশি বরুড়া উপজেলায় এইচএসসি সবকটিক কেন্দ্রে আমাদের এই কাজ চলমান থাকবে বলে জানান।

সকল পরীক্ষার্থীরা ও অভিভাবকেরা এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের পড়াশোনায় সহায়তা করা হবে বলে ছাত্রদল নেতারা জানান।