# Tags

চকরিয়ায় গভীর রাতে হাতির আক্রমণে নারীর মৃত্যু

মো.সাইফুল ইসলাম খোকন, চকরিয়া (কক্সবাজার). কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের ছায়ার খালী জলদাশ গ্রামে বন্য হাতির আক্রমণে ইসমত আরা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ইয়ামিন আরা ওই গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।

স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে ফাঁসিয়াখালী রেঞ্জের সংরক্ষিত বনের গ্রামে দলছুট একটি বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে ।
ওই সময় ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পিছন বের হলে থেকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে ঘটনা স্থলে তাকে মেরে ফেলে।
স্থানীয় সমাজ সেবক সৈয়দ আলম বিষয় টি নিশ্চিত।
ফাঁসিয়া খালী রেঞ্জের রেঞ্জ কমর্কর্তা মেহরাজ উদ্দীন বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় লোকদের নিয়ে একাধিক সচেতনতা সভা করা হয়েছে। তারপরও মানুষ হাতির বিচরণ বিষয় টি তোয়াক্কা করছেনা। বনে আবাসস্থল হারিয়ে খাদ্যের অভাবে হাতি লোকালয়ে প্রবেশ করেছে। এছাড়া নিহত পরিবারসহ কয়েক শ ঘর বাড়ি দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে বসতি গড়ে উঠছে। জনবলের অভাবে এসব বাড়ি ঘর উচ্ছেদ করা যাচ্ছে না। হাতি ও মানুষের এ সংঘাত নিরসনে জনবল বাড়াতে হবে। ##