# Tags

আমরা চাই কলম বই হাতে নিয়ে, বাংলাদেশ ছাত্রসমাজ এই দেশ গঠনে অগ্রগতিক ভূমিকা পালন করবে-নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি.-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা চাই আগামী দিনে এই সন্ত্রাস মুক্ত,আমরা চাই কলম বই হাতে নিয়ে, বাংলাদেশ ছাত্রসমাজ এই দেশ গঠনে অগ্রগতিক ভূমিকা পালন করবে।

আমরা জানি আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি ৩১ দফা গুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কি হবে কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্ম কে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে। বাংলাদেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করাবে।

দুলু আরো বলেন, এজন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা কর্মসূচি দিয়েছেন পুরো উল্লেখ করে দিয়েছেন আগামী দিনে আমাদের কি পদক্ষেপ হবে।
তিনি আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে আলাইপুর বিএনপির কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস আ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় ছাত্র দল কর্মি শেখ রিফাত মাহামুদকে জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংবর্ধনায় এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু,
নাসিম উদ্দিন নাসিম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ দলের নেতা কর্মিরা।

 

আমরা চাই কলম বই হাতে নিয়ে, বাংলাদেশ ছাত্রসমাজ এই দেশ গঠনে অগ্রগতিক ভূমিকা পালন করবে-নাটোরে দুলু

দিনাজপুরে লাইনপাড় এলাকায় ৩২ হাজার টাকা লুট