পাঁচবিবিতে শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৭ জানুয়ারী/২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল মাঠে টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোবহান মুহুরী, যুবদল নেতা মামুন মন্ডল, আজাদুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন কাজল, নুরুজ্জামান হোসেন, মোঃ হাবিব হোসেন, মোরসালিন, সোহান, রায়হান, তামিম ও শিহাব হোসেন।
উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের আয়োজনে সমাপনী টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি যুবদল নেতা মোঃ রাকিব হোসেন স্বপন।
৩’দিনব্যাপী ধুরইল মাঠে অনুষ্ঠিত শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ট্রাইব্রেকারে মাধ্যমে দিনাজপুরের ঘোড়াঘাট রাঙ্গামাটি ফোন্ডস স্পোর্টিং ক্লাব (৪-৩) গোলে নওগাঁর সিএমজেএফসি একাদশকে পরাজিত করে। জয়-পরাজয় করা উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































