# Tags

নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপরে চটলেন রুমিন ফারহানা

আল আমিন সরকার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জে-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে বেশ চটেছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখালেও কিছু করা হয় না উল্লেখ করে চটে যান তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মতবিনিময় সভা করে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নোয়াগাঁও ইসলামাবাদ গ্রামের লোকজন শনিবার দুপুরে রুমিন ফারহানার সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে। আয়োজনে কোনো ব্যানার বা মাইক ছিলো না। রুমিন ফারহানা এ আয়োজনে হাজির হলে সেখানে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন। রুমিন ফারহানাকে তিনি মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এসময় তিনি তার বক্তব্য চালিয়ে যান। বক্তব্য শেষ করে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান এর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শুনতে যায়, আচরণবিধি লঙ্ঘন করলে তো আমরা ব্যবস্থা নিবো। তখন রুমিন ফারহানা বলেন, সব জায়গায় হচ্ছে। পাশের একজন বলেন, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় কিছু বলতে পারেন না।

তখন রুমিন বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে বলেন, এইরকম দেখায় আপনাদেরকে। প্রশাসনে বসে আছেন। খোঁজ নেন।’
সবাইকে চুপ থাকতে বলে রুমিন ফারহানা আরও বলেন, ‘আজকে শুনছি। আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে আর শুনবো না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, নির্বাচন বিধিমালা-২০১৮ এর ১৮ ধারা লঙ্ঘন করে তারা একটি সমাবেশের আয়োজন করছিল। বিষয়টি নিয়মবহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে সমাবেশ না করার নির্দেশ দিই। পরে সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থল ত্যাগের সময় ওই প্রার্থী আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন