# Tags

কিশোরগঞ্জে অটোরিকশা চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর : আহত ২

আব্দুর রউফ ভূইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ঊর্মী শিখা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকায় আরও দু’জন যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঊর্মী শিখা চরশোলাকিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মো. মহরম আলী মেয়ে। সে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় মুদির দোকানদার লিয়াকত আলী জানান, ঊর্মী শিখা প্রতিদিন বনানী মোড় এক বাসায় দর্জির কাজ শিখতে আসে। প্রতিদিনের মতো আজও সকালে হাঁটতে হাঁটতে আসছিলেন তিনি। তখন উল্টো দিক থেকে দ্রুত বেগে আসা এক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ঊর্মী শিখাকে চাপা দেয়। এতে ঊর্মী শিখা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঊর্মী শিখাকে মৃত ঘোষণা করেন। এসময় অটোরিকশায় থাকায় আরও দু’জন যাত্রী আহত হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে চালককে আটক করতে পুলিশ কাজ করছে।