ভালুকায় বাসার আলমিরা ভেঙে স্বর্ণাালঙ্কার চুরি

মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে ঘরে থাকা ষ্টীলের আলমিরা ভেঙে ১১ ভরি ১২ আনা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মোসলেম উদ্দিনের বাসার দ্বিতীয়তলায় ভাড়াটিয়া তৌহিদুল ইসলাম নিজের কর্মস্থলে ও স্ত্রী ফারহানা আক্তার সাথী বাচ্চাদের নিয়ে স্কলে নিয়ে যান। এ সময় সুযোগ বুঝে একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল ঘরে থাকা ষ্টীলের আলমিরার তালা ভেঙে ১১ ভরি ১২ আনা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তৌহিদুল ইসলাম বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শামছুল হুদা খান জানান, চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।