# Tags

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সামাজিক উৎসব ‘সাংগ্রাই’ এর বর্ণিল আয়োজনের সমাপ্তি

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি-মারমা সম্প্রদায়ের সামাজিক উৎসব সাংগ্রাই এর সমাপনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে আজ।

মারমাদের ঐতিহ্যবাহী কনসার্ট এর ছন্দে ছন্দে নৃত্যে আর গানে সাংগ্রাই অর্থাৎ জলখেলীতে মাতোয়ারা মারমা তরুণ – তরুণী। সাংগ্রাই এ সমাপনী অনুষ্ঠানে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক আর বর্ণিল সাজে খেলায় অংশ নেয় অনেকে।

মারমা সম্প্রদায় বিশ্বাস করেন মৈত্রী পানি বর্ষণ অর্থাৎ জল খেলার মধ্য দিয়ে পুরাতন বছরের যত দুঃখ গ্লানি পানি বর্ষণের মধ্য দিয়ে ধুয়ে মুছে যাবে এবং নতুন বছর সুখ সমৃদ্ধি নিয়ে আসবে তাদের জীবনে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে সপ্তাহব্যাপী ‘সাংগ্রাই’ অর্থাৎ ‘জলখেলী’ উৎসব এর সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ম্রাচাথোয়াই মারমা।

এসময় তিনি বলেন, প্রতি বছর আমরা মারমা জনগোষ্ঠী নতুন বছরকে সাংগ্রাই বরণে আমাদের ঐতিহ্যবাহী ‘দ’, আলারী খেলা সহ নানান আয়োজন রাখি। এইসব অনুষ্ঠান আমাদের সংস্কৃতি – ই অংশ। ‘সাংগ্রাই’ উৎসব উদযাপনের মাধ্যমে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মারমাদের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করেছে। আজকের সমাপনী অনুষ্ঠান এ খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে এবং আমরা আগামীতেও আমাদের সংস্কৃতি রক্ষার্থে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।