একতাই শক্তি ফাউন্ডেশন বাংলাদেশ লিঃ এর আত্মপ্রকাশ ও মত বিনিময় অনুষ্ঠিত

মো: সাইদুর রহমান,দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে একতাই শক্তি ফাউন্ডেশন বাংলাদেশ লিঃ এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৮ এপ্রিল) বিকেল পাঁচটায় স্বেচ্ছাসেবী সংগঠন একতাই শক্তি ফাউন্ডেশন বাংলাদেশ লিঃ এর (সোনাইকান্দি) নিজ কার্যালয় সামনে সংগঠনটি আত্মপ্রকাশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সংগঠনটির উপদেষ্টা সহ কার্যনির বাহির সকল সদস্যদের নামের তালিকা আত্মপ্রকাশ করা হয়।
উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, এশিয়ান টেলিভিশনের ন্যাশনাল ডেক্স ইনচার্জ ও একতাই শক্তি ফাউন্ডেশন বাংলাদেশ লিমিটেডের প্রধান উপদেষ্টা মাঝহারুল আমিন শুভ, এ,বি,এস সালাউদ্দিন সরকার প্রিন্স, আব্দুর রাজ্জাক, মোঃ মানিক, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফুজ্জামান সুমন, এবং সংগঠনটির সহ-সভাপতি মোঃ শাহিন আলম, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিম, সাংগঠনিক সম্পাদক মুকাব্বর হোসেন, প্রচার সম্পাদক এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাকিল আহমেদ বাসেদ, বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, সামাজিক উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুমন আলী, অনুদান বিষয়ক সম্পাদক ওমর ফারুক তিতাস, ধর্ম ও ক্রিয়া সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, আর্থ সামাজিক উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ আলী এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের নাম ও প্রকাশ করা হয়।
উল্লেখ্য, একতাই শক্তি ফাউন্ডেশন বাংলাদেশ লিমিটেডের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন সবার উদ্দেশ্যে জানান, এটি একটি সেবামূলক, স্বেচ্ছাসেবী সংগঠন। এখান থেকে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রধান উদ্দেশ্য আরো গ্রামের যুব সমাজের যুব উন্নয়নের নানা বিষয়ে ট্রেনিং সহ নানাবিধ সমাজের সহযোগিতা ও উন্নয়নের অংশগ্রহণ করা।