# Tags

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা আটক

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা -বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে একটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা আটক করেছে। আটককৃত গাঁজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ ৫০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১,০০০ গজ ভেতরে রাজেশপুর ডিসির বাড়ীর মোড়ে একটি মালিকবিহীন পিকআপ গাড়ি থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

জব্দকৃত গাঁজা ও পিকআপ গাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, তারা নিয়মিতভাবে সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো সন্দেহভাজনকে আটক করা না গেলেও, মামলার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।