# Tags

বড়াইগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সভা কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আলোচক ছিলেন উপজেলা উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিম।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দলীয় কাজ করেন এবং তা উপস্থাপন করেন।