কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা, সব সেবা বন্ধ

আব্দুর রউফ ভূঁইয়া: কিশোরগঞ্জ প্রতিনিধি-মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা ১৫মিনিট পর্যন্ত হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনেরা।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার সংবাদ মাধ্যমকে জানান, হাসপাতালের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য কিশোরগঞ্জের পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ একদিন নিজে এসেছিলেন, এই বিষয়ে আমাদের কে একটি চিঠিও দিয়েছিলেন।আমরাও স্বাস্থ্য মন্ত্রনালয়ে বকেয়া বিদ্যুৎ বিল পরিষোদের জন্য চিঠি দিয়েছি কিন্তু বরাদ্দটা পাইনি। জুন মাসতো প্রায় শেষ। ৬/৭ দিনের ব্যাপার, নতুন অর্থ বছরে বরাদ্দ আসলেই দিতে পারবো বকেয়া বিল, কিন্তু এইটুকু ধৈর্য্য ধারন তিনি করেননি। তিনি গতকালকে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছেন। আমার ২৪ বছরের কর্মজীবনে এই প্রথম পাইলাম হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে।
এসময় তিনি জানান, এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারনে ডায়াগনস্টিক বিভাগ, অপারেশন থিয়েটার, জরুরী বিভাগসহ সকল কার্যক্রম বন্ধ ছিল। এতে ব্যাহত হয় চিকিৎসাসেবা। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের।
এ বিষয়ে পিডিবি কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে পিডিবি’র আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যার টাকার পরিমাণ ১ কোটি ৮ লাখ টাকা। সকল প্রক্রিয়া সম্পন্ন করেই সকাল ৯টায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছিল। পরে বিদ্যুৎ বিল পরিশোধের লিখিত আশ্বাসে দুপুর ১২টা ২০ মিনিটে সংযোগ দেয়া হয়।
তবে বিষয়টি নিয়ে রোগী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে।
হোসেনপুর থেকে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন শাহ অনিক বলেন, হাসপাতালের মত এত সেনসেটিভ একটি প্রতিষ্ঠানের হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন কিভাবে করতে পারে? তখন যদি ওটি জরুরী কোন রোগী থাকত তার প্রান যেতে পারত?
নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যাদের কাছে লাখ লাখ টাকা বকেয়া পড়ে আছে কোন একশন নেয় না। আর আমাদের এখান থেকে বলা হয়েছে দ্রুত দিয়ে দেওয়া হবে, কিন্তু শুনে নাই। আমরা তো মন্ত্রণালয় কে জানিয়েছি, সেখান থেকে টাকা পেলেই তো দিয়ে দেব। কিন্তু এত এত ভোগান্তি যে হল, বিনা নোটিশে লাইন কেটে দিল, এর দায়ভার কি পিডিবি নিবে?
একদিকে আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া, অন্যদিকে প্রাণ বাঁচানোর শেষ আশ্রয় একটি হাসপাতাল—এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত জিতলো ‘বকেয়ার কাগজ’, হারলো রোগীর জীবনসেবা। প্রশ্ন উঠেছে বিদ্যুৎ বিচ্ছিন্নের—এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত ছিল? আর এমন ভয়াবহ পরিণতির দায় কি শুধু হাসপাতালের, নাকি সমানভাবে পিডিবিরও? সচেতন মহল জানিয়েছেন একটি সরকারি হাসপাতালে কি ভাবে
পিডিবির বিদ্যুৎ বিচ্ছিন্নর যে কাজটি করেছে, সেটি একটি অমানবিক কাজ যা বাংলাদেশে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।