# Tags

তালা পল্লী বিদ্যুৎ অফিসে আগেই সিল মারা রেভিনিউ স্ট্যাম্প: কী বলছে কর্তৃপক্ষ

শামীম খান, সাতক্ষীরা প্রতিনিধি -সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির তালার সাব-জোনাল অফিসে বিল পরিশোধের সময় গ্রাহকদের দেওয়া ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প আগেই সিল মারা অবস্থায় সরবরাহ করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সচেতন গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ।

জানা গেছে, বিল নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে বিলের কাগজে অতিরিক্ত ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প সংযুক্ত করতে হয়। সেই স্ট্যাম্প অফিস থেকেই সরবরাহ করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, এসব স্ট্যাম্প ব্যবহারের আগেই সিল মারা অবস্থায় গ্রাহকদের হাতে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে তালা পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) জনাব সাধন কুমার মন্ডল জানান,
“এই স্ট্যাম্পগুলো আমরা নিজেরা সিল মারি না। সাতক্ষীরা অফিস থেকেই সিল মারা অবস্থায় পাঠানো হয়।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব মোঃ জুলফিকার রহমান বলেন,
“এই রেভিনিউ স্ট্যাম্পগুলো আমি নিজেই পোস্ট অফিস থেকে সংগ্রহ করে আগেই সিল মেরে প্রতিটি সাব-জোনাল অফিসে পাঠিয়ে দিই। কারণ, আমরা বাঙালিরা অনেক কিছু করতে পারি। কেউ যেন এগুলো পুনরায় ব্যবহার করতে না পারে—এই ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে সচেতন মহলের মতে, এই ব্যাখ্যা পুরোপুরি সন্তোষজনক নয়। তারা প্রশ্ন তুলেছেন—
“বিদ্যুৎ অফিসে বিল জমার সময় তো সাধারণত ক্যাশিয়ার নিজেই বিলের কাগজে স্ট্যাম্প লাগিয়ে সিল মারেন। একবার সিল মারাই যথেষ্ট। তাহলে কেন আগেই সিল মারা রেভিনিউ স্ট্যাম্প দেওয়া হচ্ছে?”

তাদের মতে, পূর্বের নিয়মে যখন ক্যাশিয়ার বিল জমার সময় নিজ হাতে সিল মারতেন, তখন স্বচ্ছতা বজায় থাকত। কিন্তু এখন আগে থেকেই সিল মারা স্ট্যাম্প ব্যবহারের ফলে লেনদেনের গোপন ফাঁকফোকর থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি রাজস্ব স্ট্যাম্প ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়মনীতি কঠোরভাবে মানা জরুরি। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত উচ্চ পর্যায়ে তদন্ত ও যাচাই করে স্বচ্ছতা নিশ্চিত করা।