# Tags

চকরিয়ায়  ধান, ফলজ চারা ও বীজ বিতরণ

মো. সাইফুল ইসলাম খোকন, চকরিয়া(কক্সবাজার).
কক্সবাজারের চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষক,,শিক্ষার্থী ও প্রতিষ্টানের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা,বীজ ও বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা নিবাহী অফিসার মো. আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী জানান, সরকার কৃষি প্রনোদনা কর্মসূচী বাস্তবতায়নে ২০২৪-২০২৫ খরিদ-২ মৌসুমে ২৬২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি স্যার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এছাড়া ১শ জনের মাঝে মরিচ, ১শ গ্রীষ্মকালীন সবজি,২শ জনের মাঝে লেবু, ৩৫০ জনের মাঝে নারিকেল, ৩শ জনের মাঝে তাল১শ জনের মাঝে আম,দেড়শ শিক্ষার্থীদের মাঝে (জাম, কাঁঠাল,বেল নিম) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ৬৫০ টি নারিকেল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এসময় চকরিয়া উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা (পশু) ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিন, উপজেলা এলজিইডি ( প্রকৌশলী) কর্মকর্তা গোলাম মোস্তফা , মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শাহাদত হোসেন, ফাঁসিয়া খালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ##