মাদকবিরোধী দিবসে কুমিল্লা সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা-মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর উদ্যোগে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
আজ (২৬ জুন) কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল মোঃ রেজাউল করিম, পিবিজিএম, সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা সেক্টর।
তিনি বলেন,“মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই সমস্যা সমাধানে জনসচেতনতা অত্যন্ত জরুরি। এককভাবে নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, সমাজ থেকে মাদক নির্মূলে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, পিএসসি, অধিনায়ক, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি),সহকারী পরিচালক ইমাম হোসেন,, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুল ইসলাম , চকবাজার ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন,বিবির বাজার স্কুল এন্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভার শেষে জানানো হয়, গত জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত এক বছরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে।গাঁজা: ৩,২৩০ কেজি,ফেন্সিডিল: ১৬,৫৪২ বোতল,বিভিন্ন প্রকার মদ: ১৬,৮৩০ বোতল,বিয়ার: ৩,৬২০ বোতল,ইস্কফ সিরাপ: ৩,৮২৬ বোতল,ইয়াবা ট্যাবলেট: ৯৮,৫৬৬ পিস,বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেট: ১,৬৮,৩২০ পিস।
জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় প্রায় ১০ কোটি ৮২ লাখ ৬৪ হাজার ১০০ টাকা।
সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী প্রচারণা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।