# Tags

বেতাগীতে প্রাইভেট হাসপাতাল মালিকদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বেতাগী উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন শনিবার (২৬ জুন) শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বেতাগী পৌর শহরের মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অফিস কক্ষে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার মোঃ সালে মাহমুদ সুমন শরীফ। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন মাওলানা মুহাম্মদ আবু হাসান ও মোঃ শহিদুল ইসলাম মধু খান।

সদস্যদের গোপন ভোটে সভাপতি নির্বাচিত হন বেতাগী মেডিনোভা ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ সুজন শাহরিয়ার

কমিটির অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ হলেন:
সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব আলম( সেবা ডায়াগনস্টিক সেন্টার), কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল হোসেন(বেতাগী স্কয়ার হাসপাতাল) সাংগঠনিক সম্পাদক মোঃ আপন হাওলাদার( নিউ মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার)
দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ( খান প্যাথলজি) পরিদর্শন সম্পাদক ও সদস্য মোহাম্মদ আল মামুন জমাদ্দার (মোকামিয়া মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার) সহ ৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী, সমন্বিত ও জনস্বাস্থ্যবান্ধব করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় জানানো হয়।