# Tags

খাগড়াছড়িতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের ১০ দিনব্যাপী ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় ১০ দিনব্যাপী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মহিলা সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমাপনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা কমান্ডেন্ট মো: আরিফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিভিএম আনসার ব্যাটালিয়ন এর পরিচালক মো: আমমার হোসেন।

এসময় প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কার্যকরী ভূমিকা পালন রাখবে। তিনি প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সমাজের কাজে ব্যবহার করার পরামর্শ দেন।

সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা বাহিনীর মহাপরিচালক মহোদয় কে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করায় কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন সহ উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা -দলনেত্রীরা উপস্থিত ছিলেন।