কুষ্টিয়া সীমান্তে বিজিবির মাদকদ্রব্যের অপব্যবহারের অংশ হিসেবে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের উদ্যোগে দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে গত বৃহস্পতিবার বিকেল ৪ টায় এলাকার সুধিজনদের নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়নের জি.টি. মেজর শফিকুল ইসলাম। তার বক্তৃতায় তিনি উল্লেখ করেন, মাদকাসক্তির কারণে সমাজ ও পরিবারের অবস্থা দিন দিন জটিল হয়ে উঠছে। সুস্থ, সুশৃঙ্খল সমাজ গঠনে যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে। সমাজে মাদক ব্যবসার কারণেই নষ্ট হচ্ছে মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতা। এর থেকে মুক্তি পেতে প্রত্যেক এলাকার সাধারণ জনগণের ভূমিকা অপরিহার্য। অবৈধ কারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে।
অতিরিক্ত উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ মজিবুল হক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।
তদ্ব্যতীত, রামকৃষ্ণপুর ইউনিয়নের বাংলাবাজার খাজিরাথাক মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক দিবসের অনুষ্ঠানেও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম। এ ছাড়াও চরচীলমারী বিওপি’র কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আপসার আলী, উদয়নগর বিওপি’র ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার শহিদসহ স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
এই সভার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার ঠেকাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষকে একত্র হওয়ার আহ্বান জানানো হয়।