খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে ফল উৎসব

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে বর্ণাঢ্য আয়োজনর মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) দিনব্যাপী খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলসেডে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়। ফল উৎসবে পাহাড়ে উৎপাদিত রাম্বুটান ফল, আম, কলা, জাম, জামরুল, লিচু, আনারস, কাঁঠাল, পেঁপে, লটকন, সহ দেশি-বিদেশি রসালো মৌসুমী ফলের সমাহার দেখা যায়। সাজানো হয়েছিলো বাহারি রঙের ও স্বাদের ফলের পসরা।
এ উৎসব ঘিরে পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যরা অংশ নেয়। ফল উৎসব’কে ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে ফুটবল প্রীত ম্যাচের আয়োজন করা হয়েছিলো।
ফল উৎসবে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ মতিয়ার রহমান, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ উর্ধ্বতন কর্মকতার মিসেস’দের উপস্থিতি একটি মিলন মেলায় পরিণত হয়েছে ।