# Tags

খাগড়াছড়িতে সুপ্রদীপ চাকমা’র বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র আদিবাসী স্বীকৃতি দাবী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠন, খাগড়াছড়ি জেলা শাখা ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ের জনগোষ্ঠীদের উপর বৈষম্য সৃষ্টি করে  আওয়ামী দোসরদের সহযোগিতা করে যাচ্ছেন এবং আদিবাসী স্বীকৃতি দাবী করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধনপূর্বক জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত) প্রণয়নের বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে  পাহাড়কে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছে।

 

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মামুন রানা, মোঃ জাহিদ হাসান, মোঃ মনসুর আলী, পার্বত্য মহিলা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোছাম্মৎ হাসিনা বেগম।