# Tags

কুমিল্লা বরুড়া পৌরসভার  বাজেট ঘোষণা

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বরুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত ৭০ কোটি ৮৭ লক্ষ টাকা বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব নু-এমং মারমা মং। আজ (৩০ জুন) সোমবার বেলা ১১টার দিকে বরুড়া পৌরসভায় প্রশাসকের কার্যালয়ে এ বাজেট ঘোষনা করা হয়।

ওই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজিদুর রহমান, উপজেলা ইন্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্ককর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, পৌর নির্বাহী মোঃ মহসিন, পৌর হিসাব রক্ষক মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবৃন্দ।