# Tags

রোটারী ক্লাব অব দিনাজপুরের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন শহিদুর রহমান পাটোয়ারী মোহন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ ১ জুলাই মঙ্গলবার রাত ৮টায় শহরের খালপাড়াস্থ রোটারী সেন্টারে রোটারী ক্লাব অব দিনাজপুর (রোটারী ইন্টারন্যাশনাল)-এর নতুন নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শহিদুর রহমান পাটোয়ারী মোহন। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।

ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভা ও যৌথ বোর্ড সভায় সদ্য বিদায়ী প্রেসিডেন্ট এটিএম নুর নবী সরকার উপস্থিত সদস্যদের সামনে নতুন প্রেসিডেন্টকে ক্লাবের প্রতীক ‘প্রেসিডেন্ট কলার’ পরিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জাতীয় সংগীত পরিবেশন ও রোটারী প্রত্যয় পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। দায়িত্ব গ্রহণের পর শহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে বোর্ড সদস্য, সাধারণ সদস্য এবং সাবেক প্রেসিডেন্টদের সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই।

অনুষ্ঠানে ক্লাব সেক্রেটারি অ্যাডভোকেট হুসনাউল আসমা, সাবেক প্রেসিডেন্ট ডা. শহিদুল ইসলাম খান, আরিফুর রহমান আরিফ, দিব্যেন্দু ভৌমিক কাজল, রণজিৎ কুমার সিংহ, এস.এম. মমিনুল ইসলাম, ডা. ওয়াহিদা বেগমসহ অন্যান্য রোটারিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শহিদুর রহমান পাটোয়ারী মোহন এর আগেও ২০১৭ সালে রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।