সিএনজিতে অভিনব কৌশলে লুকানো ৩ হাজার ইয়াবা: নারীসহ আটক ২

জাহাঙ্গীর আলম কাজল: নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: কক্সবাজারে আবারও অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ জুন) সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে সিটের নিচে লুকানো ৩ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নারীসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দক্ষিণ শরীরপুর গ্রামের মোঃ ইদ্রিস আমিন এর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩২) এবং সিলেট সদর থানার কদমতলী এলাকার মোমিন খালার বাসিন্দা ছকিনা বেগম (৬৩), পিতা- কেনু তালুকদার।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রেজুখাল চেকপোস্টে ডগ স্কোয়াডসহ তল্লাশি চালানো হয়। এসময় সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজিকে সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব কৌশলে লুকানো ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোন, একটি বাটনফোন ও একটি জিফোনও জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, বিজিবি অধিনায়ক আরও জানান, “আমাদের নিয়মিত অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ইতিবাচক প্রভাব পড়ছে। বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।