# Tags

কুমিল্লার বরুড়া উপজেলায় কৃষি সম্প্রসারনের উদ্যোগে বিনামূল্যে বীজ রাসায়নিক সার ও চারা বিতরণ

মোঃ মহিবুল্লাহ্ ভূইয়া বরুড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২রা জুলাই বুধবার দুপুর বারটায় উপজেলা পরিষদের মাঠে কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ২০২৪/২৫ অর্থবছরে /২০২৫/২৬ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান , নারিকেল চারা,তাল চারা, শাকসবজি, মরিচ,নিম,বেল, জাম ও কাঁঠাল সহ বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে।

বিনামূল্যে সার, বীজ, চারা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
কর্মসূচীর সার্বিক তত্বাবধান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মোট ১ হাজার ৮৫০ জন কৃষককে ৫কেজি করে রোপা আমন বীজ, ৭০ জন কৃষককে শাকসবজি বীজ যথাক্রমে লাউ ১০গ্রাম, মিষ্টি কুমড়া, ৫গ্রাম চাল কুমড়া , ১০০ গ্রাম পুঁই শাক, ১০০গ্রাম কলমি শাকের বীজ প্রদান করা হয়েছে, তালের চারা ১২০ জনকে, ২৪৬ জনকে নারিকেলের চারা, আম ৩৮ জনকে এবং ৮৩০ জন দেশী ফলের বিতরণ করা হয়।