# Tags

কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম এঁর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক ও রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ ও হায়দার আলম, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন বাবুল, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবুল কাসেম,

ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বকুল, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাফি উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ধনু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক বায়েজিদ আহমেদ পলি, পৌর জাসাস দলের সভাপতি মো. কামাল মিয়া, সাধারণ সম্পাদক মো. আসিফ ইকবাল ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম এঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম পূর্ব গাইলকাটা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা  আসাদুর রাহমান কাসেমী ।