# Tags

বেতাগীতে ডাঃ সুলতান আহমেদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলুক ক্যাম্পিং ও মশক নিধন স্প্রেসহ দুই শতাধিক স্যালাইন বিতরণ

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর উদ্যোগে বরগুনা ২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ সুলতান আহমেদের নির্দেশনায় পরিচ্ছন্নতা ক্যাম্পিং, মশক নিধন স্প্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’শতাধিক স্যালাইন সহ ঔষধ বিতরণ করে।

আজ (৩ জুলাই) সকাল ১০ টায় পৌরশহরের মুল বাজার থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক, মাছ বাজার, কাচা বাজার, থানা,উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ করে এই অভিযান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাব হোসেন, সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল বারেক বিশ্বাস, সেক্রেটারি মাসুম বিল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের উপজেলা সভাপতি বশির সহ আরও অনেকে।

সারাদেশে ক্রমান্বয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মৃত্যুর সংখ্যাও দুই দশক ছাড়িয়েছে। এমন ভয়াবহতার রেড জোন দেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনা। জেলা সিভিল সার্জন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২৭ জনের।

ডেঙ্গুর ভয়াবহতা কমাতে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবকরা সচেতনতা তৈরিতে কাজ করে চলছে৷ তবুও যেনো থামছে না ডেঙ্গুর দৌরাত্ম। একেরপর একজন আক্রান্ত হচ্ছে। এ দৌরাত্ম রুখে দিতে মাঠ পর্যায়ে ডেঙ্গুর আবাসস্থল ধ্বংস করতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে প্রশংসীত জামায়াতে ইসলামী।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না বলেন, করোনা মহামারি থেকেই আমরা স্বেচ্ছাসেবী কাজ করে আসছি। বর্তমানে ডেঙ্গু মহামারী পরিস্থিতি তৈরী হয়ে দাড়িয়েছে। আমাদের সকলের উচিত সচেতন হওয়া এবং আসপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।