# Tags

চকরিয়া ভ্রাম্যমান আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা আদায়

মো. সাইফুল ইসলাম খোকন,চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি.-কক্সবাজার চকরিয়া পৌর সভার বিভিন্ন স্থানে গড়ে উঠা কয়েকটি বেসরকারি ক্লিনিক, ল্যাব ও ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এসময় বিভিন্ন অনিয়মের অপরাধে মোট ১লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার ৩ জুলাই বিকেলে উপজেলা ভ্রাম্যামান আদালতের ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার (ভুমি) রূপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, মোবাইল কোর্ট চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জমজম হাসপাতাল, চকরিয়াকে নবজাতক ও মাতৃস্বাস্থ্য বিষয়ক সকল চিকিৎসা দেওয়া এবং পরীক্ষা করানো থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।

এছাড়া শেভরন হাসপাতাল, শেভরন ল্যাব, ও লাইফ ডেন্টাল কেয়ারকে যথাযথ লাইসেন্স গ্রহণ না করাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে মোট ১লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে সহযোগিতা করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চকরিয়া থানা পুলিশ। ভ্রাম্যমান আদালত বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।##