# Tags

দৌলতপুরে প্রতিপক্ষের ছুরির আঘাতে যুবক নিহত

সাইদুর রহমান,দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারে বাস স্টান্ড
প্রতিপক্ষের ছুরিআঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রাত ৮ টার দিকে উপজেলা মথুরাপুর বাস স্ট্যান্ড বাজারে হত্যার ঘটনা ঘটে।

নিহত যু্বক মথুরাপুর দর্গাতলা এলাকায় খিলাফত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, অনলাইনে ভিজিএফ’র (দুস্ত ভাতা)কার্ডের আবেদন করা কে কেন্দ্র করে রফিকুল ইসলামের ছেলে বিজয় ও আকরামের ছেলে আব্দুল আজিজের (৩৪) এর মধ্য বিরোধ চলে আসছিল এবং দুইজনের মধ্যে এ বিরোধ চরম আকার ধারণ করে।

এরই সূত্র ধরে দুই বন্ধু বিজয় ও আজিজ মথুরাপুর বাস স্ট্যান্ড বাজারে অবস্থা কালে বিজয় ও তার বড় ভাই পলাশ (৩০) দুই জন পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে এসে সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে আব্দুল আজিজের উপর হামলা চালায়।এসময় পলাশ ছুরি দিয়ে আজিজের উপর অতর্কিত হামলা চালিয়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করলে চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়ে মারা যায়। পরে এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। পরে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে দৌলতপুর থানা হেফাজতে নিয়ে যায়। পরের দিন সকালে ময়না তদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে মর্গে প্রেরন করেন।

দৌলতপুর থানার ওসি নাজমুর হুদা বলেন, অনলাইনে ভাতার কার্ড করা নিয়ে প্রতিপক্ষ ছুরির আঘাতে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যার ঘটনার সাথে জড়িতদের অভিযোগ এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।