শ্রীমঙ্গলে মৎস্যচাষীদের মাঝে বিনামুল্যে মৎস্য খাদ্য বিতরন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-শ্রীমঙ্গলে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীদের মাঝে বিনামুল্যে মৎস্য খাদ্য বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বিনামুল্যে মৎস্যচাষীদের মাঝে এসব মৎস্য খাদ্য বিতরন করা হয়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যচাষীদের মাঝে এসব মৎস্য খাদ্য বিতরন করেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, ক্ষেত্র সহকারি সন্তোষ রঞ্জন দত্ত, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ সহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































