বসতভিটা রক্ষায় হামলার শিকার পরিবার: পালিয়ে বেড়ানোর প্রতিবাদে সংবাদ সম্নেলন
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাটিয়ারিপাড়া এলাকার আকিবুজ্জামান ও তার পরিবার বসতভিটা দখলের চেষ্টার প্রতিবাদে প্রতিপক্ষের হামলা ও হুমকির কারণে পালিয়ে বেড়ানোর অভিযোগ করেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় এক সংবাদ সম্মেলনে আকিবুজ্জামান ও তার পরিবারের সদস্যরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন। আকিবুজ্জামান জানান, ১৯৮১ সাল থেকে তাদের ৩.৭৫ শতক বসতভিটার জমি ও ক্রয়কৃত অতিরিক্ত ২.৫০ শতক জমিসহ মোট ৬.২৫ শতক জমিতে তারা বসবাস করছেন। তবে একই এলাকার আনিসুর রহমান (৪৫) ও ফরাজুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তি তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বসতভিটা দখল করতে অভিযুক্তরা একাধিকবার তাদের উপর হামলা চালায়। আকিবুজ্জামান, তার বাবা-মাকে মারধর করে আহত করার ঘটনায় বিরল থানায় দুটি মামলা করা হয়েছে, যা বর্তমানে দিনাজপুর আদালতে বিচারাধীন। সম্প্রতি মামলার শুনানির পর অভিযুক্তরা আবারও হামলা চালায় এবং বসতবাড়ির কিছু অংশ দখল করে নেয় বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আকিবুজ্জামান দাবি করেন, অভিযুক্তরা তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে হুমকি দিচ্ছে এবং একাকী পেলে হত্যার পরিকল্পনা করছে। এসব কারণে তিনি এবং তার পরিবার বর্তমানে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
সংবাদ সম্মেলনে আকিবুজ্জামানের পরিবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে আকিবুজ্জামান আরও জানান, তাদের অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা টিনের বেড়া দিয়ে তাদের জমির একটি অংশ দখল করে নিয়েছে। এ বিষয়ে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। দিনাজপুর জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করবে বলে ভুক্তভোগীরা আশা প্রকাশ করেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































