পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৭ জুন/জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজাউল করিম কিনার হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পাঁচবিবি স্টেশনের পূর্বপাশ থেকে বিক্ষোভ মিছিলিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পাঁচবিবি থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে বক্তারা বলেন, কিনার হত্যাকারীকে অতি দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, হত্যাকারীতে দ্রুত গ্রেপ্তার না করলে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা হারুনুর রশিদ সজল ও কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র নেতা মোঃ শামিম হোসেন সহ অনেকেই।
গত বুধবার পাঁচবিবি পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কিনাকে গাছের ডাল দিয়ে এলোপাথাড়ি মারপিট করে উপজেলার বীরনগরের কামালের ছেলে আরিফ। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কিনা মারা যায়।