# Tags

দৌলতপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) দুপরে দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় পুলিশ, প্রশাসন, রাজনীতি বীদ, ছাত্র সমাজ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজ অংশ নেয়।

মিরপুর সার্কেল মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া মো. ফয়সাল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হুদা। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও থানা বিএনপির আহ্বাক রেজা আহমেদ বাচ্চু মোল্লা, থানা বিএনপি’র সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, দৌলতপুর সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক ইয়ার আলী, ডাংমড়কা কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম টম মাষ্টার, জয়রামপুর মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর মোল্লা, ছাত্র জনতার পক্ষ থেকে সমন্বয়ক রকি, সাংবাদিক ও সুশীল সমাজ।

এসময় রাজনৈতিক নেতারা বলেন, বৃহত উপজেলা দৌলতপুর, এখানে আইনশঙ্খলা রক্ষা করতে অনেক হিম সিম খেতে হয়। সে জন্য পুলিশকে আরোও তৎপর হতে হবে। গেল ৫ ই আগস্ট পরবর্তী পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারনে কিছু অনাকাংখিত ঘটনা ঘটেছে। তারা পুলিশ প্রশাসনকে ইঙ্গিৎ করে মাদকের বিরুদ্ধে অভিযোগ করেন বলেন, পুলিশ অফিসাররা মাদক ব্যাবসায়ীদের সাথে জড়িত যার ফলে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া। তারা সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রিার ঘুষখোর। খারিজ নাই শুনলেই ৫০ হাজার টাকা ঘুষ নেই। এ সবকিছু নির্মুল করতে আইনশৃঙ্খল বাহীনিকে সার্বিক সহযোগীতা করবেন বলে তারা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মাহমুদ বলেন, আমরা আপনাদের সেবা করতে এসেছি। অনেক গুলো ডিপার্টমেন্ট নিয়ে পুলিশ কে কাজ করতে হয়। আমাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ উঠেছে আমরা চেষ্টা করবো আগামীতে মাদক নির্মুল করার। ভোগৌলীক কারনে এ থানায় আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের হিম সিম খেতে হয়। তার পরও একমাত্র আমরায় সাধারণ মানুষের দারপ্রান্তে আছি। পরিশেষে আপনারা দৌলতপুর বাসি আমাদেরকে সব ধরনের সহোযোগীতা করবেন, আমরা আপনাদের নিরাপত্তা দেবো।