ভোলাহাটে কৃষি দপ্তরের বিনামূল্যে বিভিন্ন ফলের চারা, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ফলের চারা ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণের শুভ উদ্বোধন ও আলোচনা সভা তাদের দপ্তরের সামনের প্রাঙ্গণে সোমবার বেলা সাড়ে ১২টায় (৩০ জুন ২০২৫) অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সরকারের দেয়া কৃষি প্রণোদনা হিসেবে বিভিন্ন গাছের চারা ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।
আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সার্বিক তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ।
উপ-সহকারী কৃষি অফিসার (উদ্ভিদ) মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী ইউনিয়ন কৃষি অফিসার মোঃ সৈয়দ সাগর আলী, মোঃ আবুল কাশেম, মোঃ মাশিরুল ইসলাম ও মোঃ আব্দুল ওয়াহিদসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ, স্থানীয় প্রেসমিডিয়া ও স্যোশালমিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলার ১৫০জন কৃষকের মাঝে ৫ জাতের ৫ প্যাকেট শাকসব্জী বীজ ও রাসায়নিক সার, ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি তালের চারা, খুঁটি ও বেড়া, ১০জন কৃষককে পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন, ৪০টি প্রতিষ্ঠানকে ৫টি করে লেবুর চারা, ৮০ টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেল চারা, ১৫জন কৃষককে শীতকালীন পিঁয়াজবীজ উৎপাদনের জন্য ১৬০ কেজি করে শীতকালীন পিঁয়াজের কন্দ, ২০ কেজি করে ডিওপি ও এমওপি সার ও বালাইনাশকসহ বীজ সংরক্ষণের জন্য ১টি করে ড্রাম, ৩৫০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পিঁয়াজের বীজ, ২০ কেজি করে ডিওপি ও এমওপি সারসহ বালাইনাশক বাবদ নগদ ৩৫০ টাকা, ১২’শ জন ছাত্রছাত্রীদের মাঝে নিম, বেল, জাম ও কাঠাল গাছের ৪৮’শ চারা, ৭৪ জন কৃষককে ৫টি করে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয় বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































