# Tags

চকরিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বদলি,বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে সংবর্ধনা

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি. কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পদে রদবদল হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার পরিপত্রের আলোকে চকরিয়া পৌরসভার প্রশাসনিক কর্মঅতা ছৈয়দুল হক আজাদকে কক্সবাজার পৌরসভায় বদলি করা হয়েছে। তাঁর বিপরীতে একই পদে পোস্টিং দেওয়া হয়েছে কক্সবাজার পৌরসভার প্রশাসনিক প্রশাসনিক খোরশেদ আলমকে।

গতকাল সোমবার (৩০ জুন) দুপুরে চকরিয়া পৌরসভা মিলনায়তনে চকরিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ এর বিদায় এবং নবাগত প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমকে বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তাকে সংবর্ধিত ও তাদের দায়িত্বভার হস্তান্তর করেন।

চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ডাঃ মোহাম্মদ লোকমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। এছাড়া অনুষ্ঠানে চকরিয়া পৌরসভার কর্মকর্তা জহুরুল মাওলা, হিসাবরক্ষক শাফায়াত হোসেন, চকরিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। ##