বোচাগঞ্জে সরকারি জমি নিয়ে বিরোধ: বিপাকে ৫ ভূমিহীন পরিবার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামে ৫টি ভূমিহীন পরিবার সরকারি জমি নিয়ে জটিলতায় পড়েছে। গত ১৬ বছর ধরে তারা ৫ একর ৮০ শতক জমি বৈধ দলিলের ভিত্তিতে ভোগ করে আসছিলেন।
তবে সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী গোষ্ঠী কুরিমুল ও আনোয়র গং উক্ত সরকারি ১নং খাস খতিয়ানের জমি পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবি করে আদালত থেকে একতরফা রায় আদায় করেছে। এরপর তারা জমিতে সাইনবোর্ড স্থাপন করে দখলের চেষ্টা চালায়।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, এই গোষ্ঠী রাতের অন্ধকারে জমির আম, ভুট্টা এবং বাঁশঝাড়ের ফসল কেটে নিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের হুমকি দিয়ে জমি ছেড়ে দেওয়ার চাপ দিচ্ছে।
এমন পরিস্থিতিতে বেগম বেওয়া, মোহাম্মদ আলী, মো. আবেদ আলী, মো. মজিরউদ্দীন এবং মো. ইয়াছিন আলীসহ ৫টি পরিবার পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
নাফানগর ইউনিয়নের সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা মো. জিহাদ হোসেন জানিয়েছেন, সরকারি নথি ও রেকর্ড অনুযায়ী এই পরিবারগুলোকেই জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। তাদের নামে জমির খাজনা খারিজ ও আরএস রেকর্ডও রয়েছে।
এ ঘটনায় নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান জানান, ভূমিহীন পরিবারগুলো আদালতের একতরফা রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তিনি আশাবাদী, পরিবারগুলো ন্যায়বিচার পাবে।
তবে মামলায় জয়ী হওয়া পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনার জেরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে জমির বৈধ ভোগদারদের নিরাপত্তা ও মালিকানা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সরকারি জমি নিয়ে এমন জটিলতা নিরসনে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।